সরানো হলো এসবি ও সিআইডি প্রধানকে, রংপুরের কমিশনারকে অবসর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও পুলিশের আদেশ জারি করে এ পরিবর্তন করা হয়।
এসবির প্রধান অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম ও সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এসবির প্রধান হিসাবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে। রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেনকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে।
সবমিলিয়ে অতিরিক্ত আইজিপি থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত পদমর্যাদার ২৯ পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।
আরো পড়ুন: সাবেক এসবি প্রধান কে এই মনিরুল ইসলাম ?
এর আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এছাড়া র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে সরিয়ে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।