২ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো দুজন। রবিবার (১১ আগস্ট) শপথ নেন নতুন দুই উপদেষ্টা। শপথ নেয়ার পরপরই তাদের দপ্তর বণ্টন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ডা. বিধান রঞ্জন রায়। সরকারের এ দুই উপদেষ্টা রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন।
এর আগে গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরো ১৩ উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।
ওইদিন দুই উপদেষ্টা ঢাকার বাইরে ছিলেন বলে শপথ গ্রহণ করতে পারেননি। অনুষ্ঠানে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আরো পড়ুন: দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রপ্তানি নয়
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।