অন্তর্বর্তী সরকার
প্রথম কার্যদিবসে সচিবালয়ে উপদেষ্টারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:২৮ এএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের শপথ নেয়ার পর আজ (রবিবার ১১ আগস্ট) থেকে সচিবালয়ে অফিস শুরু করেছেন উপদেষ্টারা। এদিন সকালে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে ঢুকতে দেখা যায়। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি সারাজীবন পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছি। আমি কাজ করতে চাই। লক্ষ্য রেখে এগুতে চাই।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু। তবে কাজ করতে চাই। যে পরিবর্তনের কথা বলেছি সেটা বাস্তবায়নের চেষ্টা করব।
আরো পড়ুন: সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপরে গুরুত্ব দিতে চাই। একইসঙ্গে সহজে পুষ্টি নিশ্চিত করতে চাই। প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয়।
এর আগে উপদেষ্টারা সকালে সচিবালয়ে পৌঁছান। নিজ নিজ দপ্তরে পৌঁছালো মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।