×

জাতীয়

আমার মা পদত্যাগ করেননি : জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম

আমার মা পদত্যাগ করেননি : জয়

ছবি : সংগৃহীত

   

দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে জনরোষের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। বাংলাদেশ ত্যাগ করার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১০ আগস্ট) ভোরে বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সে সময় পাননি। 

জয় বলেন, ‘তিনি একটি বিবৃতি দেয়ার পর এবং তার পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে শুরু করে। এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে, এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, যদিও রাষ্ট্রপতি সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে অন্তর্বতীকালীন সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।

আরো পড়ুন : নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: জয়

তিনি বলেন, তিন মাসের মধ্যে দেশে নির্বাচন দিতে হবে। সে নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব। যা হবে সেটাই ভালো হবে।

জয় বলেন, আমি বেগম খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। তিনি বলেছেন, ‘বিগত দিনগুলো বিদায় হোক।’ আসুন অতীত ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্য সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

ভবিষ্যতে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মা যেভাবেই হোক এই মেয়াদের পর অবসর নিতে যাচ্ছেন। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই বিবেচনা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App