×

জাতীয়

টিম গঠন করে পুরান ঢাকায় মন্দির পাহারা দিচ্ছে জবি ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম

টিম গঠন করে পুরান ঢাকায় মন্দির পাহারা দিচ্ছে জবি ছাত্রদল

ছবি: ভোরের কাগজ

   

পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শাখা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুরান ঢাকায় শাঁখারি বাজারের মন্দিরগুলোতে নিরাপত্তা প্রদান করে তারা। সঙ্গে কয়েকটি টিম গঠন করে দেয়া হয়েছে যাতে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা যায় তাদের। 

এ বিষয়ে শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, বাংলাদেশে দীর্ঘদিন চলা স্বৈরাচারের শাসনের পেতাত্তারা এখনও বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। গোপালী পুলিশের মাধ্যমে, দালাল মিডিয়ার মাধ্যমে বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়েছে। ছাত্রদলের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে কোনো ধর্মের লোকের উপরে যেন আওয়ামী পেতাত্তারা আর আক্রমণ করতে না পারে সে জন্য পাহারা দিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো পাহারার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে গিয়ে আশ্বস্ত করে এসেছি আমরা ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে  তাদের কেউ আক্রমণ করতে না পারে।

আরো পড়ুন: পুলিশের সমিতি-অ্যাসোসিয়েশন স্থগিত করাসহ আইজিপির ১২ নির্দেশনা

শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিবো না। রাতজেগে আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর সহ সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ।

এ সময় মন্দির পাহারায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সহ-সভাপতি শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App