যুবলীগের দখলে মিরপুর-১০ এলাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম

ছবি: ভোরের কাগজ
এক দফা দাবিতে আজ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলন। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দখলে নেয়।
রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় চিত্র দেখা গেছে। মিরপুরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।
আরো পড়ুন: শাহবাগে সংঘর্ষে আহত ৫ জন ঢামেকে ভর্তি
মিরপুর-১০ নম্বরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন।
এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে সাইন্সল্যাবের বাটা সিগন্যালের দিকে সংঘর্ষ ও ইট-পাটকেল ছুঁড়োছুড়ি করে শিক্ষার্থী ও ছাত্রলীগের দুই পক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।
এদিকে সাইন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব থাকতে দেখা যায়।