আন্দোলনের সময় গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত বলেন, বিক্ষোভ দমনে গুলি করার প্রয়োজন হলে যথাযথ আইন মেনে করতে হবে। সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে।
এর আগে গত ১ আগস্ট এই রিটের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু একজন বিচারপতির অসুস্থতার কারণে পর পর দুই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি।
দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।
রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। যদিও সরকারি তথ্য বলছে, নিহতের সংখ্যা ১৫০ জন।