ছাত্রলীগ সভাপতি-সা. সম্পাদকের ফেসবুক পেজ বন্ধ করল মেটা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:০২ পিএম

ছাত্রলীগ সভাপতি-সা. সম্পাদকের ফেসবুক পেজ বন্ধ করল মেটা। ছবি: সংগৃহীত
ফেসবুক পলিসির বিরুদ্ধে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার ফেসবুক পেজ। এরা হলেন সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। পেজ দুটি বন্ধ করে দেয়ার আগে কারণ হিসেবে জানানো হয়, ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে এই দুটি পেজ থেকে প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শনিবার (৩ আগস্ট) সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলে ফেসবুক।
মেটা জানিয়েছে, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেটার কাছে অসংখ্য ব্যবহারকারী আবেদন করার পরিপ্রেক্ষিতে পেজ দুটি সরিয়ে নিয়েছে মেটা।
পরে পেজ দুটি সরানোর ব্যাপারে আবেদনকারীদের ফিরতি ই-মেইল বার্তা পাঠিয় তারা। এতে বলা হয়, ভালো খবর। আপনি যে অ্যাকাউন্ট/পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন, সেই পেজটি পর্যালোচনা করে আমাদের টিম পলিসি লঙ্ঘনের প্রমাণ পেয়ে অপসারণ করেছে।
আরো পড়ুন: ‘জামায়াত-শিবিরকে রক্তের হলি খেলা বন্ধ করতে হবে’
খোঁজ নিয়ে আরো জানা গেছে, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেজটি সরিয়ে নিয়েছে মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরো একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।