বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকালে আসামি ফরহাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।
রাষ্ট্রপক্ষও রিমান্ডের জোর দাবি জানান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরা পড়ুন: সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
এরআগে গত ১৮ জুলাই সেতু ভবনে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি হামলা করে। এতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন।