×

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে গণমিছিলে হামলা ও সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

দেশের বিভিন্ন স্থানে গণমিছিলে হামলা ও সংঘর্ষ

ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল, সমাবেশ, পদযাত্রা ও  দোয়া মাহফিল। শুক্রবার (২ আগস্ট) বৃষ্টির মধ্যে এসব কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নিয়েছে। কোথাও কোথাও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভোরের কাগজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে।  

খুলনা : জুমার নামাজ শেষে খুলনার নিউমার্কেট এলাকা থেকে শিক্ষার্থীদের গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। এসময় পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা জানায়, তারা শান্তিপূর্ণভাবে গণমিছিল করে নিউ মার্কেট এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দেয়, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে কয়েকজন আহত হয়। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ছাত্ররা বেআইনিভাবে রাস্তায় নেমেছে। তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

চট্টগ্রাম : শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিলা শাহি জামে মসজিদ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নিউমার্কেট হয়ে টাইগারপাস মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা ন্যায়বিচারসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন। সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এ প্রসঙ্গে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, মিছিল চলাকালে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশও কাউকে আটক কিংবা গ্রেপ্তার করেনি। 

রংপুর : রংপুরে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকালে রংপুর মহানগরীর পার্ক মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। সমাবেশ শেষে পার্ক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবস্থান কর্মসূচির আগে শিক্ষকরা একটি মৌন মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়। 

পাবনা : ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছে শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে। শুক্রবার জুমা নামাজের পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনেই মিছিল করে চলে যান শিক্ষার্থীরা। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছি। 

কুমিল্লা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুক্রবার কুমিল্লায় দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে যোগ দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন সড়ক-উপসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। গতকাল নগরীর রেসকোর্স এলাকায় শাসনগাছা রেলওয়ে ওভারপাসের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শীবেন বিশ্বাস জানান, আন্দোলনকারীরা নগরীতে গণমিছিল করেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

ময়মনসিংহ : জুমার নামাজের পর নগরীর টাউন হল মোড় থেকে বের হয় শিক্ষার্থীদের গণমিছিল। মিছিলটি নতুন বাজার ও গাঙ্গীনার পাড় সড়ক হয়ে স্টেশন এলাকার কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ করে আন্দোলনকারীরা। গণমিছিলকে কেন্দ্র করে নগরীর টাউন হল, কাচারি সড়ক, জিলা স্কুল মোড় ও নতুন বাজারসহ পুরো নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল নগরীর সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এসময় প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো বাঁধা দেয়ার খবর পাওয়া যায়নি।

ফেনী : ফেনীতে সড়ক অবরোধ করে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। মিছিলটি ইসলামপুর রোড হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন। এসময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করে মোনাজাত করা হয়। পরে আবারো মিছিল নিয়ে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে যান শিক্ষার্থীরা।

সিলেট : সিলেটে শিক্ষার্থীদের ‘গণমিছিল’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা সাড়ে ৩ টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এরপর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আর পুলিশের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিলেন। পুলিশ বারবার তাদের সরে যেতে অনুরোধ করেছে। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে।

কিশোরগঞ্জ : শুক্রবার জুমার নামাজের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা গণমিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরান থানা এলাকার ইসলামী মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউকেই আটক করা হয়নি। কর্মসূচি চলাকালে জনগণের জানমাল রক্ষার্থে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।

হবিগঞ্জ :  হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। সংসদ সদস্যের বাসায় ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমা নামাজের পর শিক্ষার্থীরা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে তাদের কর্মসূচির আয়োজন করে। এসময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। পরে শহরে অবস্থান নেন শিক্ষার্থীরা।  

নরসিংদী : নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা জানায়, তারা মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আন্দোলনকারীদের অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 নোয়াখালী: নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে গণমিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জুমার নামাজের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। মিছিলটি মোহাম্মদীয়া হোটেলের সামনে দিয়ে জিলা স্কুলের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি চলার সময় শহরের পুরোনো বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App