পুলিশের সাঁজোয়া যানে লাল রং লাগালেন আন্দোলনকারীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) রাজধানীসহ সারাদেশে প্রার্থনা এবং গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে বের হন ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও।
আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বাংলাদেশ পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) লাল রং লাগিয়ে দিয়েছেন। শুক্রবার (২ আগস্ট) এপিসিটি মন্ত্রণালয় ভবনের সামনে দাঁড় করানো ছিল। বিক্ষোভকারী শিক্ষার্থীদের কয়েকজন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারটিতে উঠে এটির উইন্ডশিল্ডে লাল রংয়ের স্প্রে-পেইন্টিং শুরু করেন।
এসময় এপিসির ভেতরে পুলিশের সদস্যরা ছিলেন। তবে তারা শিক্ষার্থীদের বাধা দেননি। শিক্ষার্থীরা এপিসির পাশে গ্রাফিতিও আঁকেন। পরে আরো কয়েকজন পুলিশ সদস্য আসার পর এপিসিটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদে