সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি:
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম

ছবি : ভোরের কাগজ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিশু, শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মৃত্যুর প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পরে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। এর আড়াইটা নাগাদ সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এরপরে গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা।
এর আগে দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের দিক হতে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে দিকে যাত্রা শুরু করেন একদল শিক্ষার্থী। এরপর তারা বিসিএসআইআরের সামনে গিয়ে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। বিকাল তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।
আরো পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আন্দোলনকারীদের গণমিছিলে অংশ নেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডি, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা। এসময় অনেক শিক্ষার্থীর কাছে কলেজের আইডি কার্ড দেখা যায়।
এদিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করায় রাস্তার একটি অংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে রাস্তার অন্য একটি অংশ দিয়ে দুদিকের যানবাহনগুলোকে যেতে হচ্ছে। সায়েন্স ল্যাব মোড়ে ব্যাপক পুলিশের অবস্থান দেখা গেছে। পাশাপাশি এপিসি এবং প্রিজন ভ্যানও দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 'গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯দফা দাবি আদায়ের লক্ষ্যে' সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন, ও জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে।