জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৩:০৩ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সব আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ১৪ দলের সভায় জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এটার একটা আইনি প্রক্রিয়া আছে। গেজেট নোটিফিকেশনের ক্ষেত্রেও আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতা পূরণ শেষে আজকে সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আমরা এটাকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট নোটিফিকেশন পাবলিশ করবে। সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত, শিবির ও এর অন্যান্য অঙ্গ সংগঠন সরকার নিষিদ্ধ ঘোষণা করছে।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
বুধবারই জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হবে বলে আইনমন্ত্রী আগে জানিয়েছিলেন। কিন্তু ‘আইনি প্রক্রিয়ার কারণে’ একদিন বেশি সময় লেগেছে বলে তার ভাষ্য।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেছেন, ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেয়া হয়েছে।