পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, বিশ্লেষণ করে ব্যবস্থা : বিপ্লব কুমার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে। কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে। এর মধ্যেই ৫৩টির বেশি হত্যা মামলা হয়েছে। যেগুলোর তদন্ত চলছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিপ্লব কুমার বলেন, চলমান ঘটনা প্রবাহে যে নাশকতা হয়েছে, এতে ঢাকার ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৫০ জন নাশকতাকারী গ্রেপ্তার হয়েছে। এখন পর্যন্ত ৫২টি হত্যা মামলা হয়েছে।
তিনি বলেন, মামলাগুলোর শতভাগ নিরপেক্ষ তদন্ত করা হবে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হচ্ছে। এর ভিত্তিতে অভিযান ও ব্লক রেড চলছে।
সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের কোনো বিরোধ নেই বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, আমাদের টার্গেট নাশকাতাকারী জামায়াত বিএনপি। ব্লক রেডে যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষকে হয়রানি না করা হয় সেটা নির্দেশ দেয়া হচ্ছে। গ্রেপ্তার নিয়ে বাণিজ্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।