জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবে সরকার: কাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০১:৪১ পিএম

১৪ দলের যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : ভোরের কাগজ
কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা দ্রুতই সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩০ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথসভায় একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি নানা মহল থেকে দীর্ঘদিন ধরে উঠে আসছিল। বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ এ দাবি জানিয়ে আসছিল। জামায়াত-শিবির নিষিদ্ধে আইনগতি দিক সঠিকভাবে দেখা হবে, যাতে আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে তারা আর কোনো ধরনের সুযোগ না পায়।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের কাছে সবাই নিরীহ। তাহলে তার কাছে আমার প্রশ্ন; এই ধরনের নৃশংস, নারকীয় ধ্বংসযজ্ঞ কারা চালালো? বিটিভিতে আগুন দিলো কারা? সেতুভবন পোড়ালো কারা? ডাটা সেন্টার পোড়ালো কারা? অসংখ্য যানবাহনে আগুন দিলো কারা?
তিনি বলেন, এই ঘটনায় আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নই। আর এখন আক্রান্তদের অপবাদ দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে ভিন্ন খাতে প্রবাহিত করে এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে কারা? একটা কথা বলি, কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কোথায় কোথায় বৈঠক হয়েছে, কারা অর্থ দিয়েছে আমরা সব জানি। সব ষড়যন্ত্র জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট। এখন আবোল তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।
আরো পড়ুন : দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়
বিএনপি মহাসচিব কে উদ্দেশ্য করে কাদের আরো বলেন, কাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য করছেন? স্বাধীনতার বিরোধী জামায়াতের সঙ্গে?
গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা সামাজিক বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়াবে, সঙ্গে সঙ্গে তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
তিনি আরো বলেন, গ্রেপ্তারের সময় কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ যেনো হয়রানির শিকার না হয়, তাদেরকে কোনো অবস্থাতেই যেনো চার্জ করা না হয়, গ্রেপ্তারের সময় অতি উৎসাহী হয়ে কেউ যাতে নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করে, সেজন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি।
ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ, কেন্দ্রীয় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকার ২ মেয়র এই যৌথসভায় অংশ নেন।