কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম
-66a767deec997.jpg)
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিহতদের স্মরণে এই শোক ঘোষণা করা হয়।
মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ-সংঘর্ষে বেশিরভাগ মৃত্যু হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের। বিভিন্ন হাসপাতাল, নিহতদের স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে সংঘর্ষ-সংঘাতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: বিকেলে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা
এর মধ্যে বয়স, পেশা, আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহতের বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ।