×

জাতীয়

বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ফেরাতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে: ইআরডিএফবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম

বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ফেরাতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে: ইআরডিএফবি

বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ফেরাতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। ছবি: সংগৃহীত

   

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিখন পরিবেশ ফিরিয়ে এনে উন্নয়নমুখী গবেষণার প্রসারে স্বাধীনতার স্বপক্ষের সব শিক্ষকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছে দ্য এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ (ইআরডিএফবি)। 

রবিবার (২৮ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে ইআরডিএফবির আলোচনায় বক্তারা ছাত্র-শিক্ষকদের মাঝে আস্থা ফেরানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘অপ্রত্যাশিত’ ঘটনায় প্রোপাগান্ডা মোকাবিলায় ডেটা প্রস্তুতে গুরুত্বারোপ করেন।

ইআরডিএফবি সভাপতি প্রফেসর সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘অপ্রত্যাশিত’ ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বর্তমানে দেশের শিক্ষাখাতে যে সংকট চলছে তার থেকে উত্তরণে আমাদের জ্যেষ্ঠ ভাইস চ্যান্সেলর স্যারদের পরামর্শ খুব প্রয়োজন। শিখন পরিবেশ ফেরাতে সরকারি-বেসরকারি-সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা গবেষণা ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই আমরা। 

প্রফেসর সাজ্জাদ বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত-শিবির আবারো রাষ্ট্রীয় কাঠামোর উপর হামলা করেছে, শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিয়েছে, চট্টগ্রামে ছাদ থেকে ফেলে ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে, সব কিছুর বিচার হবে। দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ইআরডিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি। 

আলোচনায় অধ্যাপক হুমায়ুন আক্তার ‘কোটা’ আন্দোলনের নামে দেশি-বিদেশি চক্র আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিরুদ্ধে যে সহিংসতা ঘটেছে তার সঠিক অনুসন্ধান হওয়া দরকার। 

তিনি বলেন, একাত্তরের পরাজয় ও যুদ্ধাপরাধের যে বিচার হয়েছে তার প্রতিশোধ নিতে জামাত-শিবির ‘পরিকল্পনা’ অনুযায়ী তরুণ প্রজন্মকে টার্গেট করেছে। দেশের নব্বই ভাগ কোচিং সেন্টার পরিচালনা করে জামাত। ইসলামী ব্যাংক আছে, সেখান থেকে ফান্ডিং নিয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার বিরোধী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তারা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। 

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মনীন্দ্র কুমার রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জামাত-শিবিরের সহিংসতা সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। 

তিনি বলেন, বর্তমানে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে। কোটা আন্দোলন বলতে কিছু নেই। এর পেছনে চক্রান্ত আছে। যুব সমাজকে বিপথ থেকে সরিয়ে এনে স্বাধীনতার স্বপক্ষে নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তাদের কাজে লাগাতে হবে। নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর আদর্শের প্রচার বাড়ানোর পরামর্শ দেন দেশ বরেণ্য এই শিক্ষাবিদ। 

বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর আব্দুল জব্বার খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ডেটা-ভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। 

তিনি বলেন, দেশের বিরুদ্ধে বর্তমানে যে চক্রান্ত চলছে তার প্রতিউত্তর দিতে ইআরডিএফবিকে গবেষণায় জোর দিতে হবে। তাহলেই গুজব প্রতিরোধ করে ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন সম্ভব। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবুন্নেসা বলেন, বাংলাদেশে গত ১৫ বছর ধরে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকায় অনেক ভিন্নমতের অনুপ্রবেশ ঘটেছে আওয়ামী লীগে। 

তিনি বলেন, এবারে বিশ্ববিদ্যালয়গুলোতে তাণ্ডব চালিয়েছে জামাত-শিবির, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এদের মধ্যে অনেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। এদের চিহ্নিত করা দরকার। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহিংসতার মধ্যে একমাত্র শিক্ষক হিসেবে ঢাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান অধ্যাপক জেবুন্নেসা। তিনি উপাচার্য ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। 

সহিংসতার শিকার আরেক শিক্ষক আসাদ মণ্ডল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্যর বাংলোতে জামাত-শিবিরের ধংসাত্বক হামলার বর্ণনা দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ ছিলাম ভাইস চ্যান্সেলর স্যারের বাংলোতে। প্রো-ভাইস চ্যান্সেলর স্যারের গাড়িতে আগুন দেয়া হয়েছে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগ করি, কিন্তু...। এই ‘কিন্তু’ বাছাই করে আলাদা করতে হবে। আমাদের মনে রাখতে হবে সামনে আগস্ট মাস। দেশি-বিদেশি চক্র আরেকটি ‘আগস্ট’ ঘটানোর পায়তারা করছে বলে আশংকা করছেন এই শিক্ষাবিদ। 

আরো পড়ুন: পুলিশের ওপর নির্যাতনের নির্মমতা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইআরডিএফবি সাধারণ সম্পাদক অধ্যাপক বদরুজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সেলিনা আখতার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মাহবুবা নাসরীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মেসবাহ উদ্দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App