‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো নয়’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম

ছবি: সংগৃহীত
দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো নয় বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ ঘটনা দুঃখজনক। এজন্য আমরা মর্মাহত। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে এটি চান।
আব্দুর রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সারাদেশে সবমিলিয়ে ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরো পড়ুন: সহিংসতায় কতজন প্রাণ হারিয়েছেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাভারের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ৪ জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।
তিনি আরো বলেন, সহিংসতায় রাজনৈতিক পরিচয় যার যাই থাক তারা ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।