নেতাকর্মীদের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র ক্ষোভ প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
কোটা আন্দোলনকে ঘিরে রংপুরে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর তিনি এসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি রংপুর জেলা, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের নেতাকর্মীদের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ওরা এসে অফিসে হামলা করলো, আগুন ধরিয়ে দিল আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলেন। এ অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে। এখনই সাবধান হয়ে যান। দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করেন।
সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেয়ার সময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বার বার বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন রংপুর সিটি মেয়র জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কষ্ট হয়, আপনাদের পার্টি অফিস যখন ভাঙচুর করলো, তখন আপনারা নাই। অথচ পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেলো মাত্র কয়েকজন এইরকম ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হব। কেননা আমরা বীরের জাতি। আওয়ামী লীগের নেতৃত্বে খালি হাতে আমরা শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করেছি।
মমতাজ উদ্দিন আহামেদ, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আহ্বায়ক ছায়েদুল হক বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।