×

জাতীয়

বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম

বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা। ছবি: ভোরের কাগজ

   

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিটিভির মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার বলেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ফলে বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর সম্প্রচার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিটিভির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে সন্ধ্যা ৭টায় আবারও বিটিভির ভেতরে ঢুকে কয়েকটি স্থানে আগুন দেয়।

এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’

এর আগে, দুপুর ১২টায় সরেজমিন দেখা যায়, রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত পুরো সড়ক শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। বাঁশ, লোহার রড নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থা নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আশপাশের বিভিন্ন শ্রমজীবী মানুষ।

পরে বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিয়ারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App