সেতু ভবনে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম

ছবি : সংগৃহীত
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠেছে সারাদেশ। রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থানা অধিদপ্তরের ভবন ও বানানী সেতু ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না। চারটি ইউনিট পথে আটকে দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে বিকেল তিনটার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দিয়েছেন আন্দোলনকারী। এছাড়াও দুটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। নিহত হয়েছেন ১০। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।
আরো পড়ুন : মেট্রোরেল চলাচল বন্ধ
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।
শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোরেও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব স্থানেও পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।