বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
সারাদেশে আজ (বৃহস্পতিবার) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এই কর্মসূচি চলছে। চলছে ডিজিটাল আন্দোলনও।
এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। যেখানে ঢুকলে দেখা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি। পেজের উপরে লেখা হ্যাকড বাই দ্য রেসিস্ট্যান্স।
পেজের মাঝখানে ইংরেজিতে লেখা IT'S NOT A PROTEST ANYMORE, IT'S A WAR NOW। যার বাংলা অর্থ দাঁড়ায় এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।
আরো পড়ুন: কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী
একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। ওয়েবসাইটে ঢু মারলে ‘This page isn’t working’ লেখা দেখায়। আর ছাত্রলীগের ওয়েবসাইটে বার্তা দিয়ে হ্যাক করা হয়েছে।