×

জাতীয়

কোটা আন্দোলন

সদরঘাট এলাকার নিয়ন্ত্রণে জবি শিক্ষার্থীরা, সন্দেহ হলেই তল্লাশি-জেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৯:৪২ পিএম

সদরঘাট এলাকার নিয়ন্ত্রণে জবি শিক্ষার্থীরা, সন্দেহ হলেই তল্লাশি-জেরা

ছবি: সংগৃহীত

   

রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্দেহজনক মনে হলেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন তারা। শিক্ষার্থীদের দাবি, আশপাশের এলাকায় মহানগর ছাত্রলীগ ও যুবলীগের লোকজন ওৎপেতে থাকতে পারে। তাই সতর্কতা অবলম্বনের জন্য তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে লাঠিসোঁটা নিয়ে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। আড়াইটায় গায়েবানা জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের আশপাশের ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, জবির প্রধান ফটকে তল্লাশি বসান তারা। সদরঘাটমুখী সব যানবাহনকে ফিরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিশ্রামরত সবাইকে জেরার মুখে পড়তে হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের সরিয়ে দিচ্ছেন।

প্রায় একই সময়ে জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের সামনে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ধাওয়া দিয়েছেন জবি শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রলীগ সন্দেহে তিনজনকে পিটিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সামী বলেন, আমাদের ওপর হামলা হয়েছে। তাই সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞেস করা হচ্ছে। সবাইকে হয়রানি করা হচ্ছে না। আর কারো মোটরসাইকেলে ছাত্রলীগ লেখা থাকলে তাকে জিজ্ঞেসা করছি।

ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম জাকারিয়া বলেন, মূলত আমরা প্রতিহত করছি। কাউকে অহেতুক কষ্ট দিচ্ছি না। আমাদের যে যৌক্তিক দাবি, তাতে বিশেষ এক ছাত্রসংগঠন বাধা প্রদান করছে। আমরা শান্তিপূর্ণভাবে তা প্রতিহত করছি।

আব্দুল্লাহ নামে অপর এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ছাত্রলীগ ও  যুবলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করছে। যেহেতু আমাদের নিরাপত্তা দেয়ার মতো কেউ নেই, নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করছি।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App