ঢাকার সঙ্গে স্বাভাবিক ট্রেন চলাচল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রেললাইন অবরোধ করা শিক্ষার্থীরা সরে গেলে রাত ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে।
তেজগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, দুপুর দেড়টায় কমলাপুর স্টেশন ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ২টায় তেজগাঁও স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি ৬ ঘণ্টা পর রাত ৮টার দিকে তেজগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়। এ ছাড়া নির্দিষ্ট সময়ের ৫ ঘণ্টা পর কমলাপুর স্টেশন ছেড়ে যায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন।
এর আগে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কমলাপুর রেলস্টেশনে কোনো ট্রেন ঢুকতে কিংবা বের হতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।