×

জাতীয়

মৃত্যুর ১৭ ঘণ্টা আগে নিহত শিক্ষার্থী সাঈদের যে স্ট্যাটাস এখন ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৬:২৭ পিএম

মৃত্যুর ১৭ ঘণ্টা আগে নিহত শিক্ষার্থী সাঈদের যে স্ট্যাটাস এখন ভাইরাল

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিহত শিক্ষার্থী আবু সাঈদ। ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে বেরোবির শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একটি মিছিল বের করেন। শহরের লালবাগ এলাকা থেকে সেটি ক্যাম্পাসের দিকে এগোতে থাকে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সেসময় শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হন।

নিহতের নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে পক্ষের সংঘর্ষে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসময় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন, আবু সাঈদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বর্তমানে শিক্ষার্থীরা তার মরদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছেন।

বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আবু সাঈদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন। বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন তিনি। পুলিশের সঙ্গে সংঘর্ষে তার শরীর গুলিবিদ্ধ। ওর দেহে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে। 

সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা যায়, নিহত হওয়ার আগের দিন (সোমবার, ১৫ জুলাই)  রাত ৯টা ৫ মিনিটে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরের এক পোস্ট শেয়ার করেন আবু সাঈদ। সেটি হুবহু তুলে ধরা হলো-

যদি আজ শহিদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না।
এটিই তার শেষ স্ট্যাটাস হয়ে থাকলো।

আরো পড়ুন- রংপুরে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী কে এই আবু সাঈদ

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App