যেখান থেকে পাঠানো তালিকায় বিসিএসে চাকরি হতো, জানালেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হওয়া ভবন থেকে পাঠানো তালিকায় বিসিএসে চাকরি হতো। এসময় কোন পরীক্ষাই হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নফাঁস ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেখুন, ২০০২ সালে ২৪তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় । বিএনপির আমলে ওই সময়ে যতগুলো পরীক্ষা হয়েছে, চাকরি হয়েছে, সবগুলোর তালিকা হাওয়া ভবন থেকে পাঠানো হতো। ওই তালিকা অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে চাকরি দেয়া হতো।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা শুনেছি ঢাকা কলেজে ওই সময় একটি বিশেষ কামরা রাখা হতো। যেখানে বসে হাওয়া ভবনের নির্ধারিত লোকদের পরীক্ষা নেয়া হতো এবং তাদেরকেই চাকরি দেয়া হতো। ওইসময়ে কিন্তু সসব নিয়ে কোনো উচ্চবাচ্য শুনিনি। এমনকি কেউ প্রতিবাদও করতে পারেনি।
আরো পড়ুন: মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের পাবে?
শেখ হাসিনা বলেন, প্রশ্নফাঁস করে নিজেদের লোককে চাকরি দেয়াটা শুরু হয় জিয়াউর রহমানের আমল থেকে। খালেদার আমলেও সেটা চলেছে। কিন্তু আমরা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং অনেকটাই সফল হয়েছি। কোটা বাতিলের পর অনেকেই চাকরিতে ঢুকে গেছে। তারা এখন অনেক জায়গায় বসে এসব প্রশ্নফাঁসসহ বিভিন্ন রকমের অপকর্ম করে বেড়াচ্ছে।