বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:৩৩ এএম

ছবি: ভোরের কাগজ
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বেলা পৌনে এগারোটার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করে।
এ সময় কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক মেহেরুন্নেসা হিমু বলেন, আমাদের এ আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের এ আন্দোলন দেশের সকল ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের দাবি দেশে অনগ্রসর জনগোষ্ঠীর কোটা ব্যতীত সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কোটার বিষয়ে একটি স্থায়ী সমাধান করতে হবে।
আরো পড়ুন: ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলই থাকল
এর আগে গতকাল শনিবার এ গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা। এছাড়া ব্যানারে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।