কোটাবিরোধীরা গ্রন্থাগারে, ছাত্রলীগ মধুর ক্যান্টিনে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৪:৪৬ পিএম

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রলীগ- কোটাবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার কিছুক্ষণ পর থেকেই এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। উভয় পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিন দুপুর আড়াইটায় ছাত্রলীগের মিছিল করার কথা থাকলেও ৪টার পরও এখনো শুরু হয়নি মিছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদেরও কর্মসূচি পালনের কথা ছিল বিকেল সাড়ে ৩টায়। কিন্তু তারাও এখনো কর্মসূচি (বাংলা ব্লকেড) শুরু করেননি।
ক্যাম্পাসের বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। একই সঙ্গে হলগুলো ও ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন মধুর ক্যান্টিনে।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন উদ্যোগ চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাসুদুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি মিটিংয়ে থাকার কথা বলে কল কেটে দেন।
আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বলল ছাত্রলীগ