×

জাতীয়

লিজ দেয়া মিলের আয় ব্যয়ের হিসাব চায় সংসদীয় কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

লিজ দেয়া মিলের আয় ব্যয়ের হিসাব চায় সংসদীয় কমিটি

লিজ দেয়া মিলের হিসাব চায় সংসদীয় কমিটি। ছবি : ভোরের কাগজ

   

বিজেএমসির মালিকানাধীণ যেসব মিলস লিজ দেয়া হয়েছে সেগুলো লাভজনক কিনা তার আয়-ব্যয়ের হিসাব চেয়েছে দ্বাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। সোমবার (৮ জুলাই) কমিটির ৭ম বৈঠকে এ হিসাব জানতে চাওয়া হয়েছে। 

কমিটি বিজেএমসির সম্পদ সিকিউরিটাইজ করে বন্ড বা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের কোনো লাভজনক কাজে ব্যবহার কিংবা বিজেএমসির কোনো শিল্প কারখানা আধুনিকায়ণ করার কাজে লাগানো যায় কিনা তা একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া বিজেএমসির যে তিনটি মিলস এখনো লিজ দেয়া হয়নি সেগুলোকে ইকোনোমিক জোন কিংবা হাইটেক পার্কে প্রতিস্থাপন করা যায় কিনা তা নিরূপণে একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ৩-৬ মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে পাঠানোর জন্য বলেছে।

আরো পড়ুন : ট্রেড ডিজিটালাইজেশনের মাধ্যমে লেনদেন দ্রুত-নিরাপদ হবে : অর্থ প্রতিমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান, বিজেএমসির উপর সিএজি প্রণীত ও সংসদে পেশকরা অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে পর্যালোচনা এবং ইউনিটগুলোর বিগত পাঁচ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব সংস্থাটির প্রধান কার্যালয়ের সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্টের রিপোর্ট) ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়া সংস্থাটির অবশিষ্ট অডিট আপত্তিসমূহ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং প্রধানকার্যালয়ের গোপন অডিট রিপোর্ট সরকারের কাছে জমা দেবার জন্য কমিটি সংশ্লিষ্টদের সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশ নেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App