একযোগে র্যাবের চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের নতুন দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (৮ জুলাই) র্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওই আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮ এর অধিনায়ক, র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়।
এছাড়া র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক করা হয়েছে।