দূষণের তিলোত্তমায় নয়নাভিরাম প্রকৃতি যেখানে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:১৮ এএম
ভ্রমণ নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে দিতে পারে স্বস্তি ও মুক্তি। ইট পাথরের ব্যাস্ত নগরী রাজধানী ঢাকা। আর এই তিলোত্তমায় বসবাস করেন প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। কর্ম ব্যস্ত এই নগরীতের কাজের ফাকে একটু স্বস্থি পেতে কে না চায়। ভ্রমণ পিপাসুরা সপ্তাহিক ছুটি পেলেই ছুটে বেড়ান বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
এক অপরুপ সৌন্দর্য বিস্তৃত নয়নাভিরাম প্রাকৃতিক অপরূপ স্থান গ্রীণসিটি মডেল টাউন। প্রতিদিন রাজধানীর আশপাশ থেকে শুরু করে দূর দুরান্ত থেকে ঘুরতে আসে ভ্রমণ পিপাসুরা। বিকেল হলেই দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে যেনো অপরুপে সজ্জিত সেখানকার মনোরম পরিবেশ।
রাজধানীর ভেতরেই এমন কিছু জায়গা আছে, যেখানে মানুষ ছুটির অবসরটুকু কাটাতে ভালোবাসেন। এর একটি ঢাকা মোহাম্মাদপুর গ্রীণসিটি মডেল টাউন। রাজধানীর তুরাগ নদীর তীরে ঢাকা উদ্যান থেকে মোহাম্মাদপুর বসিলা পর্যন্ত করা হয়েছে লেক। লেকের সাথেই তুরাগ নদী যার নান্দনিক সৌন্দর্য নজর কারে সবার।
বিকেল হলে ঘুরতে আসে প্রকৃতি প্রেমী মানুষ। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার দর্শনার্থী আসে লেকের পারে।
লেকের অপরদিকে রয়েছে ছোট্টদ্বীপ ব্যাবিলন সিটি সেখানে যেতে প্রয়োজন পরে নৌকা।
কিছু দূর পর পর লেকে উপর রয়েছে ছোট ছোট ব্রিজ। সন্ধ্যা হলেই তার সৌন্দর্য যেনো আরো অপলক দৃষ্টি ধারন করে। পর্যাপ্ত নিরাপত্তা থাকায় দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা।
গ্রীণসিটি মডেল টাউনের সবচেয়ে বড় দৃষ্টিনন্দন কিংবা আকর্ষণ হলো ছোট ছোট নৌকা। মাত্র ৩০ টাকা দিয়ে পুরো বেরিবাধের লেক ঘুরে দেখা যায়। লেকের বিপরীত পাশে ছোট্ট দ্বীপ ব্যাবিলন সিটিতে যেতে নোকা ভাড়া মাত্র ১০ টাকা।