×

জাতীয়

৬ষ্ঠ দিনেও আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম

৬ষ্ঠ দিনেও আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী

৬ষ্ঠ দিনেও আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। ছবি: সংগৃহীত

   

৬ষ্ঠ দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তদারকি সংস্থা বিআরইবির অব্যবস্থাপনা, বৈষম্য, দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক ভঙ্গুর বিদ্যুৎ লাইন তৈরি করে গ্রাহক ভোগান্তিসহ নানা অভিযোগ তুলে এসব থেকে মুক্তি চান তারা। 

সর্বশেষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক থেকেও প্রত্যাশিত সাড়া না পেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। সংকট সমাধানে তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন।

শুক্রবার (৫ জুলাই) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সাথে বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে প্রকৌশলী রাজন কুমার দাস কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।‌ 

তিনি অভিযোগ করেন, আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ২ দফা দাবীর বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি। সিনিয়র সচিব যেসব আশ্বাস দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা যেসব বিষয় উপস্থাপনই করিনি সেসব বিষয়ে সচিব মহোদয় কথা বললেও উপস্থাপিত বিষয়গুলো নিয়ে স্পষ্ট কোন বক্তব্য তিনি দেননি। আমরা এখন আরইবির দুঃশাসন থেকে মুক্তি চাই, এবং মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের একজন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম সাজেদুর রাহমান বলেন, গত বৃহস্পতিবার ঢাকার আশেপাশের কয়েকজন জিএম এর সঙ্গে আরইবির নির্বাহী পরিচালক আসাফউদ্দৌলা সভা করেন। সভায় তিনি যেসকল সুযোগ-সুবিধা আরইবি দিবে বলে জিএমদেরকে জানিয়েছিলেন সিনিয়র সচিব মহোদয় সেগুলোই সভায় উপস্থাপন করেছেন। এতে প্রতীয়মান হয় সিনিয়র সচিব মহোদয় আরইবি দ্বারা প্রভাবিত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানান, সিনিয়র সচিব মহোদয়ের মেয়ে আরইবিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বিধায় তিনি আরইবির প্রতি সহানুভূতিশীল বলে মনে হচ্ছে। আমাদের জাতীয় সংকটে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। 

উল্লেখ্য, কর্মবিরতি চললেও জরুরি বিদ্যুৎ ও গ্রাহকসেবা চালু  রেখেছে আন্দোলনকারীরা।

আরো পড়ুন: আমরা একদিন চাঁদে যাব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App