×

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব

দুর্নীতিবাজদের পক্ষে সহানুভূতি দেখানোর সুযোগ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:১২ পিএম

দুর্নীতিবাজদের পক্ষে সহানুভূতি দেখানোর সুযোগ নেই

ছবি: সংগৃহীত

   

দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, দুর্নীতিবাজদের পক্ষে সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। সোমবার (১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সরকারি চাকরিজীবীদের দুর্নীতি নিয়ে যে আলোচনা হচ্ছে, দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এ বিষয়ে আপনার বক্তব্য কী- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি জানি না, আপনারাও স্বীকার করবেন কিনা, সেটা হচ্ছে দুর্নীতি তো সবাই করে না। একটা অফিসের সবাই কী দুর্নীতিবাজ? হাতে গোনা কয়েকজন। সেই হাতে গোনা কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হন।

‘সরকারের তরফ থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে, দুর্নীতির বিষয়ে কোনো সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা আপনারা খেয়াল করেছেন। আমরা সেটাই অনুসরণ করছি। সেটাই আমরা সিরিয়াসলি ফলো করছি। আপনি বলতে পারেন, এর ফাঁকে ফাঁকে কেন হচ্ছে? দেখেন প্রথমে আমি যদি বলি, এতো কাঠামোর মধ্যে থাকার পরেও দুর্নীতি হচ্ছে। এটা সব জায়গায় হয়। সব কাঠামোর মধ্যেই যারা খুবই দুষ্টু  চিন্তার মানসিকতার, তারা এ কাজ করতে চায়,’ যোগ করেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘কিন্তু আমরা এতটুকু দেখতে পাচ্ছি, যখনই এ বিষয়টি সরকারের নজরে আসে। সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেয়া হয় না। সরকারের সব যন্ত্র, প্রশাসন যন্ত্র দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে কোনো বাধা কিংবা প্রশ্ন উত্থাপন করছে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সব মেকানিজম (কলাকৌশল) সহযোগিতা করছে।’

মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না- দুদক চেয়ারম্যানের এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের সচিবরা এ বিষয়ে ভালো জবাব দিতে পারবেন। আপনারা যদি প্রতিটি মন্ত্রণালয় দেখেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এলে নানাভাবে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস একটা আছে।’

‘কেবল দুর্নীতি না, দুর্নীতির বাইরেরও অনেক বিষয়ের বিচার আমরা সেখানে করি। শৃঙ্খলতাজনিত থাকে, নৈতিক স্খলনের বিষয়াদি থাকে। দুর্নীতি তার একটি অংশ। আমার কাছে এই তথ্য নেই যে কারও বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ রকম আমার নজরে এলে আমি আবার তদন্তের ব্যবস্থা করব’, যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘দুর্নীতির বাকি অংশগুলোর জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে। আলাদা এজেন্সি আছে। প্রত্যেকেই কাজ করছে। তাদের কাছে প্রমাণযোগ্য তথ্য এলে সিরিয়াসলি সেটা নিয়ে নামে। কাজের চাপ, লোকবলের অভাব ও রিসোর্সের সীমাবদ্ধতা থাকতে পারে। সে ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে হয় যে কোন কাজটা আগে করব। কারণ দশটা অভিযোগ থাকলে আমাদের আগে নির্ধারণ করতে হয়, কোন কাজটা আগে করব। দশটি কাজই তো আমরা একসঙ্গে করতে পারছি না।’

তদন্তে রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও ভূমি মন্ত্রণালয়ের এক সার্ভেয়ারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ সব বিষয়ে কিছু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। দুদক কিংবা অন্য একটি আদালত যেভাবে কাজ করে, ডিপার্টমেন্টাল কাজ কিন্তু সেভাবে না। আমি যখন শৃঙ্খলাবিধির আওতায় পদক্ষেপ নেই, আর দুদকের পদক্ষেপ একরকম না। এই বাস্তবতা অনুধাবন করতে হবে।’

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App