×

জাতীয়

বান্দরবানে পাহাড়ধস, বন্যার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:২০ পিএম

বান্দরবানে পাহাড়ধস, বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড়ধস।

   

বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে গত শুক্রবার থেকে সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও টানা বৃষ্টিপাতের কারণে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। পার্বত্য জেলাগুলোতে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আষাঢ়ের টানা বৃষ্টিতে পাহাড়ধসের খবর পাওয়া গেছে চট্টগ্রামসহ পার্বত্য জেলাগুলোতে। বান্দরবান জেলায় গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় ছোট-খাটো পাহাড় ধসের ঘটনা ঘটছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় লামা এলাকায় ১৬০ দশমিক ৩ মিলিমিটার এবং বান্দরবান জেলা সদরে ৮৩ দশমিক ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জেলা সদর ও লামা পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একটানা ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন : যানজট আর জলজটে নাকাল রাজধানীবাসী

এতে ঝুঁকিতে পড়েছে হাজার হাজার মানুষের জীবন। বান্দরবান পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে আসার জন্য জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি প্রবাহ বেড়েছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় নেয়া রেকর্ড অনুযায়ী সাঙ্গু নদীর বান্দরবান শহর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ৫ মিটার নিচে থাকলেও মাতামুহুরী নদীর লামা পয়েন্টে বিপৎসীমার খুব কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনসমূহকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App