×

জাতীয়

সেনাবাহিনীর মামলায় প্রথমবার জেলে গিয়ে ডাকাতি শেখেন জল্লাদ শাহজাহান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০২:৩৩ পিএম

   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া গেল ২৪ জুন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহজাহানের বোন ফিরোজা বেগম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

১৯৭৯ সালে গ্রেফতার হওয়ার পর ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের সাঁজা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। পরে ৮৭ বছরের জেল মাফ করে তাকে ৫৬ বছরের জন্য সাঁজা দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাঁজা ৪৩ বছরে এসে নামে। অবশেষে ৪৪ বছর পর জেল খাটার পর ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। 

১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্ম নেন শাহজাহান ভূঁইয়া। শৈশবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। বেঁচে থাকার জন্য রিকশা চালিয়েছেন, মাটি কেটেছেন। এরপর ১৯৭২ সালে অটোপাশে এসএসসি উর্ত্তীর্ণ হন তিনি। সবশেষ উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করতে পেরেছিলেন শাহজাহান ভূঁইয়া। এরপর গিয়ে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে থাকাকালীন একবার সেনাবাহিনীর অস্ত্র নিয়ে নিজ গ্রামে পালিয়ে এসেছিলেন শাহজাহান। এরপর তাকে ফিরিয়ে নিয়ে গিয়ে সেনা আইন ভঙ্গের দায়ে ১৯৮১ সালে জীবনে প্রথমবার জেলে পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী। এক বছর কারাভোগ শেষে নিজ গ্রামে ফিরে আসেন শাহজাহান। কিন্তু এবার তার জীবন মোড় নেয় ভিন্ন দিকে। 

আবু বক্কারের জানাজার লাইভের শেষ দিকে এক ব্যক্তি শাহজাহানের সেনাবাহিনী থেকে পালিয়ে আসার বিষয়ে বলেছেন। 

তিন বোনের এক ভাই শাহজাহান ছোট থেকেই ছিলেন চঞ্চল ও উদ্ধত প্রকৃতির। প্রথমবার জেলে গিয়েই তার সখ্যতা গড়ে উঠে ডাকাতি মামলার দুই আসামির সঙ্গে। শিখে ফেলেন ডাকাতির সব কলা কৌশল। কারাগার থেকে ফেরার পর শুরু হয় আর্থিক সংকট। ডিভোর্স হয়ে যায় স্ত্রীর সঙ্গে। এরপর তিনি সেনাবাহিনী থেকে নেয়া প্রশিক্ষণ আর জেলখানা থেকে শেখা ডাকাতির কৌশল কাজে লাগিয়ে জড়িয়ে পড়েন ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে। জানা যায় জীবনে ৬০০’র বেশিবার ডাকাতি করেছেন তিনি।

জেল থেকে মুক্তি পেয়ে খোলা আকাশের নিচে ৩৭০টি সোনালি দিন পেয়েছিলেন জল্লাদ শাহজাহান। কিন্তু জীবনের শেষ দিনগুলি সুখের ছিল না তার। আর্থিক সংকট, বাসস্থানের অভাব, খাদ্যের অভাব, কাছের মানুষদের দ্বারা প্রতারণার শিকার হওয়াসহ নানা রকম যন্ত্রণা নিয়ে পরলোক গমন করেন ইছাখালীর শাহজাহান ভূঁইয়া ওরফে জল্লাদ শাহজাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App