
প্রিন্ট: ১৩ মে ২০২৫, ০৫:৩৩ পিএম
আরো পড়ুন
অভিনেতা ফারুকের সঙ্গে যা বলেছিলেন জল্লাদ শাহজাহান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত
দীর্ঘ ৪৪ বছর কারাগারে থাকা এবং তিন দশকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ৪০ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি মারা যান।
দীর্ঘ সময় জেলের সাজা খেটে গেল বছর মুক্ত বাতাসের দেখা পেয়েছিলেন বাংলাদেশের আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান। কিন্তু জেলজীবন থেকে মুক্তির এক বছরেই না ফেরার দেশে তিনি। যদিও জেল থেকে মুক্তির পরও ভালো ছিলেন না। তার মৃত্যুর খবর পেয়ে এমনটাই স্মৃতিচারণা করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
সামাজিক মাধ্যমে জল্লাদ শাহজাহানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।
সেখানে লিখেছেন, ‘এ বছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে শাহজাহান ভূঁইয়ার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম “কেমন ছিলো জল্লাদ জীবন”। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখা একটি বইও ছিল। বইমেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়।
আরো পড়ুন : যেভাবে জল্লাদ শাহজাহানের উত্থান
‘তার দীর্ঘ জেলজীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। তিনি খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছেন।
একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘মুক্ত জীবন কেমন লাগছে?’ তিনি মাথা নিচু করে বললেন, ‘ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না।’ আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন!’
অভিনেতা ফারুক জল্লাদ শাহজাহানের স্মৃতিচারণা করতে গিয়ে আরো লিখেছেন, ‘জীবনের ৪০ বছরের বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলেন তার ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, ‘কী করলে আপনার ভালো লাগবে?’ তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ‘মরে গেলে।’