‘ভ্যাপসা’ গরম নিয়ে যে সুখবর দিলো আবহাওয়া অফিস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
দেশজুড়ে জলীয় বাষ্পের আধিক্যেতার কারণে ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীসহ সারাদেশের মানুষ। এমন পরিস্থিতির মধ্যে সুখবর দিলো আধিক্যের কারণে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে যে বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ুর প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর কারণে সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাতের তীব্রতা। এতে কমবে ভ্যাপসা গরম।
মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ (মঙ্গলবার) থেকে মৌসুমি বায়ুর প্রভাব বৃদ্ধি শুরু হয়েছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে বুধবার থেকে কমবে গরমের তীব্রতা।
সিলেটে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরো এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও বৃষ্টিপাত হবে।
এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৩ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। মঙ্গলবার (১৮ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারি বর্ষণের এ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৯ বা তার চেয়ে বেশি) বর্ষণ হতে পারে।