ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় আহত ৮

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার কেয়টচিড়া এলাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেট-কার ও পিক-আপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়।
শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা থেকে মাওয়ামুখী পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা দেয় এরপর পিছনে থাকা প্রাইভেটকার ধাক্কা লাগে। তবে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ তথ্য নিশ্চিত করেছে হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যদের পাঠিয়েছি। এবং কোন ধরনের নিহতের খবর পাওয়া যায়নি। তবে ৮ জন আহত হয়েছেন।
আরো পড়ুন: টাঙ্গাইলে আঞ্চলিক সড়কে ১০ কিলোমিটার যানজট
তিনি আরও জানান, সংঘর্ষ হওয়া অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার আমাদের হেফাজতে রয়েছে।