×

জাতীয়

কামারশালায় ব্যস্ততা, দা-ছুরি-চাপাতির দাম চড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১১:৪৭ এএম

কামারশালায় ব্যস্ততা, দা-ছুরি-চাপাতির দাম চড়া

ছবি: সংগৃহীত

   

আর কয়দিন পরেই মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে এই উৎসব পালন করেন মুসলিমরা। ফলে কোরবানির জন্য পশু সংগ্রহের পরই সবচেয়ে প্রয়োজন যে জিনিসটি সেটা হল দা, ছুরি, চাপাতি ও কাঠের গুঁড়ি কেটে তৈরি খাইট্টার। 

প্রয়োজনীয় এসব জিনিসের জোগান দিতে ঈদের আগে ব্যস্ত সময় পার করছেন কামারশালার কর্মীরা। অন্যদিকে লোহার দাম বাড়ায় বেড়েছে এগুলো দিয়ে তৈরি হাতিয়ারের।

ক্রেতারা বলেছেন- বাজারে সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে পশু কোরবানিতে অতি প্রয়োজনীয় হাতিয়ারের। দামের সঙ্গে হাতিয়ারগুলোর মান নিয়েও প্রশ্ন আছে এখন।

অন্যদিকে কোরবানির ঈদ এলেই দা-ছুরি-চাপাতি-খাইট্টার ব্যবসায়ীদের দাবি-আগের মতো সাড়া নেই ক্রেতাদের। বিক্রিও তেমন একটা বাড়েনি। চাইনিজ হাতিয়ারের তুলনায় দেশি হাতিয়ারের মান ভালো।

আরো পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় দোকানগুলোতে ঝুলছে দেশি ও চাইনিজ কুড়াল, দেয়ালে সাজানো পশু জবাইয়ের বড় ছুরি (ডেউ)। এছাড়া সাজানো আছে দা, বটি, নানা সাইজের ছুরি। এলইডি লাইটের আলোতে হাতিয়ারগুলোর ধারালো অংশ চিকচিক করছে। কাছে যেতেই দোকানিদের ডাক- ‘মামা এদিকে আসনে, কি লাগবে?’

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় কারওয়ান বাজারে হাতিয়ারের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, কিছু দোকানের সামনে কয়েকজন ক্রেতার ভিড়, বেশিরভাগ দোকানই ক্রেতাশূন্য। দোকানগুলোর পেছনেই রয়েছে ছোট ছোট কামারশালা। কামারশালায় চলছে নিরবচ্ছিন্ন হাতিয়ার তৈরির কর্মযজ্ঞ। এছাড়া পুরোনো হাতিয়ারগুলো শাণ দিচ্ছেন কর্মীরা।

দোকানি জানা, পাকিস্তান আমল থেকে এখানে ছুরি-চাপাতির ব্যবসা। এখানের সবাই বেশ পুরোনো ব্যবসায়ী। বছরের অন্য সময় কম চললেও ঈদের আগে ছুরি-চাপাতি-কুড়ালের চাহিদা বাড়ে। তবে এ বছর এখনও ক্রেতার অতটা সমাগম হয়নি।

দোকানগুলোতে বড় ছুরি (ডেউ) প্রতিটি ৬০০ থেকে ১৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে; ছোট-মাঝারি ছুরিগুলো প্রতিটি ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে; পাকা লোহার তৈরি চাপাতিগুলো কেজি ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে; দেশি কুড়াল প্রতিটি ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে; চাইনিজ কুড়াল প্রতিটি ৬০০ থেকে ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং খাইট্টা প্রতিটি ৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বটি, দা-এর কেজি ৭০০ টাকা এবং প্রতিটির দাম ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App