ঢাকা ওয়াসায় দুর্নীতি করার সুযোগ নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৭:২৮ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা ওয়াসায় দুর্নীতি করার এখন খুব একটা সুযোগ নেই বলে জানিয়েছেন সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (বাণিজ্য) উত্তম কুমার রায়। তিনি বলেছেন, আমরা গ্রাহকদের মেসেজের মাধ্যমে তাদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সমাধানের চেষ্টা করি। যদি মনে হয় ঢাকা ওয়াসার কোথাও দুর্নীতি হচ্ছে তাহলে তার সঠিক তথ্য নিয়ে আসেন, আমরা তার জবাব ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
শনিবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন জ্বালানি ও পানির মূল্য সমন্বয় : নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য প্রকৌশলী মকবুল ইলাহী চৌধুরী, সিপিপির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স প্রমুখ।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক লালন ও লোক উৎসব ১৯-২০ অক্টোবর
ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা খাবার পানি সরবরাহ করে থাকি। কিন্তু গ্রাহকের অসচেতনতা ও সাপ্লাই পাইপলাইনে লিকেজ থাকায় গ্রাহক খাবার পানি পাচ্ছে না বা দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছে এই অভিযোগ অস্বীকার করার মতো নয়। আমাদের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে আশা রাখি শতভাগ সুপেয় পানি গ্রাহককে উপহার দিতে পারব।
আলোচনা সভায় লিখিত বক্তব্যে বলা হয়; আগে বলা হতো পানির অপর নাম জীবন। আর এখন বলা হয় জীবনের অপর নাম সুপেয় পানি। ওয়াসার কাছে আমাদের দাবি ছিল শতভাগ সুপেয় পানি সরবরাহ করার আগে নাগরিক মতামত নিয়ে যেনো পানির দাম সমন্বয় করা হয়। কিন্তু আমরা দেখলাম বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানীর অস্বাভাবিক দাম বাড়ার সঙ্গে সঙ্গে আগামী মাস থেকে ঢাকা ওয়াসাও পানির ১০ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা আমাদের দাবির সঙ্গে মিলছে না।