নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে সানী (১৬) নামে একজন আহত হয়েছে ।
শনিবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সমাবেশ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ও নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।