আদালতে মিল্টন সমাদ্দার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪, ০২:১১ পিএম

ছবি: ভোরের কাগজ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের আলোচিত-সমালোচিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এদিন তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এদিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে শুনানি হবে।
এরআগে গত বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৫ এপ্রিল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক একটি পত্রিকা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ংকর প্রতারণার আর অপকর্মের তথ্য।
অনুসন্ধানে দেখা যায়, তার আশ্রমে চিকিৎসার খরচ বাবদ প্রতিমাসে ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয়; যা অস্বাভাবিক। আবার আশ্রমে চিকিৎসা না দেয়ার দাবি করলেও তিনি ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেও অভিযোগ আছে।
এদিকে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণা, মানব পাচার, নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে মিরপুর মডেল থানায়।