বৃহস্পতিবার ঢাকাসহ দেশের যে চার এলাকায় বৃষ্টির আভাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৪, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত
পুরো এপ্রিল মাসজুড়েই তীব্র দাবদাহে অঙ্গার রাজধানিসহ পুরো দেশ। মে মাসের প্রথম দিনেও ঠিক একই চিত্র। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে বুধবারও (১ মে) ঢাকার তাপমাত্রার পারদ উপরের দিকেই ঠেলেছে । এছাড়া সারা দেশেও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিলো যা অতি তীব্র তাপপ্রবাহ। তবে এই তাপ প্রশমিত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার (২ মে) থেকেই। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যার প্রভাব কিছুটা পড়বে রাজধানীতেও।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘এখন সিলেটে বৃষ্টি হচ্ছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে। আগামীকাল ঢাকায়ও বৃষ্টি হতে পারে। আজ ভোরে কিছু মেঘমালা ঢাকার দিকে ঢুকবে। এতে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।’
এদিকে আজ ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর–চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের শুরুতে যে বৃষ্টির সম্ভাবনা আছে, সেটি উত্তর–পূর্বাঞ্চল হয়ে আসবে। এই অংশে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের অবস্থান। আর সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমানোর জন্য দেশের পশ্চিমাঞ্চল দিয়ে যে বৃষ্টিপাত দরকার, সেটি হতে পারে মে মাসের ৬ তারিখের দিকে। এই বৃষ্টি চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় দমকা/ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।
এদিকে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ ও ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গা দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুটা প্রশমিত হতে পারে। দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যান্য জায়গায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।