রবিবার দেশের পথে রওনা হবে এমভি আবদুল্লাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর ছেড়েছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’। দেশের পথে রওনা হওয়ার আগে পণ্য বোঝাই করতে যাবে কাছের আরেক বন্দরে।
দুবাইয়ের মিনা সাকার নামের ওই বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি আজ রবিবার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হবে।
শনিবার দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে পণ্য বোঝাই শেষে রাত ৮টার দিকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের পথে রওনা হয়েছে।
জাহাজের মালিকপক্ষের কবীর গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম বলেন, আরও কিছু পণ্য তোলার পর মিনা সাকার থেকে রবিবার দেশের উদ্দেশ্যে যাত্রা করবে।
এর আগে তিনি বলেছিলেন, রবিবার দিনের বেলায় জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এখন জাহাজে কার্গো লোডিং শেষ হয়েছে। জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন।
রবিবার রওনা হলে মে মাসের মাঝামাঝি এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারবে।