নাশকতার ৬ মামলায় বিএনপি নেতা গয়েশ্বরের জামিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
মহাসমাবেশের দিন রাজধানীর পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৬ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ছয় মামলার মধ্যে পল্টন থানার চার ও রমনা থানার দুটি মামলা রয়েছে। জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানী জুড়ে নাশকতায় লিপ্ত হয় নেতাতর্মীরা। পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় এ ছয়টি মামলা দায়ের করা হয়।