আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর রমনা মডেল থানার নাশকতার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির তিন নেতা। তারা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক ও নিতাই রায় চৌধুরী।
রবিবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন বর্ধিত করেন। আজ (২১ এপ্রিল) চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।
এরআগে গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।