আওয়ামী লীগ নেতা এস এম মান্নানের মায়ের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজিএমইএ সভাপতি এবং সাবেক ছাত্রনেতা এস এম মান্নান কচির মা জাহানারা বেগম (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা মিরপুর বাংলা স্কুলের মাঠে জানাজা শেষে পার্শ্ববর্তী জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। পৃথক শোক বিজ্ঞপ্তিতে তারা শোক প্রকাশের পাশাপাশি মরহুমার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।