প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে নিজ দেশের ফুটবল দলের ‘শেখ হাসিনা’ লেখা একটি জার্সি উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে পর্তুগিজ ভাষায় অনুদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই উপহার দেন। এছাড়া আওয়ামী লীগের প্রতীক নৌকা ক্রেস্টও উপহার দেন।
আরো পড়ুন: সুবিধাবঞ্চিতদের মধ্যে পোশাক-খাদ্যসামগ্রী বিতরণ করছে সরকার
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ব্রাজিলকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির আহ্বান জানিয়ে বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রফতানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা তাদের জন্য আরো সাশ্রয়ী হবে।
দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও বৈঠকে আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।