বিকেলে ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
দুদিনের সফরে রবিবার (৭ এপ্রিল) ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। তার সফরে দেশটির সঙ্গে কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই করবে বাংলাদেশ। তবে বাংলাদেশের এবং ব্রাজিলের দুপক্ষেরই মূল ‘ফোকাস’ থাকবে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ওপর।
জানা গেছে, সফরের প্রথমদিন রবিবার বিকেল ৩টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন মাউরো ভিয়েরা। এরপর বিকেল পৌনে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৮ এপ্রিল) শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রাজিলের এই পররাষ্ট্রমন্ত্রী।
মাউরো ভিয়েরার সফরের বিষয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। তার সফরে একটি চুক্তি ও তিনটি এমওইউ সই হওয়ার কথা রয়েছে।
এদিকে, বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে ব্রাজিল। মাউরো ভিয়েরা সফরে বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। গত বছর ব্রাজিল ছিল বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ।