‘বিএনপি নেতারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি কেন পুড়িয়ে ফেলছেন না’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৩:২৪ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির যে নেতারা ভারতীয় পণ্য বর্জন করেছেন, তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি এনে কেনো পুড়িয়ে ফেলছে না- এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের নেতারা যদি পালিয়ে যায় তাহলে যুদ্ধটা করেছিল কে? সরকার গঠন এবং সেক্টর গঠন করে দায়িত্ব দিয়েছিল কে?
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জিয়াউর রহমান ছিল বেতনভুক্ত কর্মচারী।
শেখ হাসিনা বলেন, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন পাকিস্তানীদের পক্ষে চট্টগ্রামে মুক্তিকামী জনতার উপর গুলি চালিয়েছিল জিয়াউর রহমান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হয়েছে জিয়ার দায়িত্বে থাকা সেক্টরে।